অলিম্পিকে রাশিয়ানদের নিষিদ্ধ দেখতে চায় ফ্রান্স

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :১০ ফেব্রুয়ারি ২০২৩, ৫:১৪ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 129 বার
অলিম্পিকে রাশিয়ানদের নিষিদ্ধ দেখতে চায় ফ্রান্স

আগামী বছর প্যারিসে অনুষ্ঠিত হবে ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকের আসর। আর সেই আসরে রাশিয়ান অ্যাথলেটদের ব্যাপারে সিদ্ধান্ত বদল করেছেন প্যারিসের মেয়র অ্যানি হিদালগো। যেহেতু ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক আগ্রাসন এখনো চলমান তাই সে দেশের অ্যাথলেটদের ২০২৪ অলিম্পিকে নিষিদ্ধ চান তিনি।
অথচ গত মাসে অ্যানি হিদালগো বলেছিলেন, রাশিয়ান অ্যাথলেটদের প্রতিযোগিতা থেকে একেবারে বঞ্চিত না করে বরং নিরপেক্ষ পতাকাতলে তারা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে! কিন্তু তার এমন মন্তব্যের পরই বিতর্কের তৈরি হয়। অনেক দেশ আবার ক্ষেপে গিয়ে বয়কটেরও হুমকি দেয়। শুধু তাই নয়? ২০২৪ সালে অনুষ্ঠিতব্য আসরটিতে অন্তত ৪০টি দেশের অ্যাথলেটদের নাও দেখা যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক।
এরপরই নড়েচড়ে বসেন প্যারিসের মেয়র অ্যানি হিদালগো। যে কারণে বাধ্য হয়েই মঙ্গলবার তার আগের করা মন্তব্যের বিরোধিতা করেন তিনি। হিদালগো জানান, তার আগের মন্তব্যটি অশোভনীয় ছিল। যেহেতু যুদ্ধ এখনো চলমান তাই সেদেশের খেলোয়াড়রা কোনোভাবেই অলিম্পিকের মতো আসরে অংশগ্রহণ করতে পারে না।
গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ওপর সামরিক আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকেই বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক আসরেই নিষিদ্ধ তারা। এমনকি গত বছর ফুটবল বিশ্বকাপেও খেলতে পারেনি তারা। তবে যে কোনো ধরনের বয়কটে খেলোয়াড়দের ক্ষতিই করা হয় বলে মনে করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

এজন্য সম্ভাব্য বয়কটকারীদের সতর্ক করে দিয়েছেন অলিম্পিকের নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু তাই নয়? ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগও দিতে চায় আইওসি। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এমন অবস্থায় দেশ দুটির খেলোয়াড়দের অলিম্পিকে খেলতে দেওয়ার বিপক্ষে অবস্থান ধরে রেখেছেন ইউরোপের দেশগুলো।

সংবাদটি শেয়ার করুন