নাশকতার প্রস্তুতির সময়

আটক করে পাঠানো হলো কারাগারে জামায়াতের ১২ নেতাকর্মীকে

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২৬ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 50 বার
আটক করে পাঠানো হলো  কারাগারে জামায়াতের ১২ নেতাকর্মীকে

চুয়াডাঙ্গার জীবননগর থেকে জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৪টি বোমা সাদৃশ বস্তু ও জিহাদি বই জব্দ করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৩৪ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, শনিবার সন্ধ্যায় জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালালে জামায়াতের ৬০ নেতাকর্মী পালিয়ে যায়। পরে উপজেলার মাধবপুর ও হাসাদহ এলাকায় অভিযান চালিয়ে ১২ জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি বোমা সাদৃশ বস্তু ও বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন