ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা তাসকিনের

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :১০ ফেব্রুয়ারি ২০২৩, ৫:১৩ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 52 বার
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা তাসকিনের

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসর। ইনজুরির কারণে ডানহাতি পেসার তাসকিন আহমেদ সর্বশেষ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তবে বিপিএল শেষেই সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। সেই সিরিজে আবার প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে ফিরছেন চান্দিকা হাতুরুসিংহে। তার অধীনে আবার খেলতে মুখিয়ে আছেন রোমাঞ্চিত তাসকিন।

তার দাবি হাতুরুসিংহের প্রথম মেয়াদের তুলনায় এখন বাংলাদেশের পেসাররা অনেক পরিণত ও পারফরম্যান্সে ধারাবাহিক। সে কারণে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে সাফল্য পেতে আত্মবিশ^াসী তাসকিন। আর ঘরের মাটিতে খেলা হওয়াতে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিততেও আশাবাদী তিনি। বুধবার এক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়ার পর এসব কথা বলেন তাসকিন।
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিতে হাতুরুসিংহের ২০ ফেব্রুয়ারি আসার কথা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন স্বল্প পরিসরের ফরম্যাটে দায়িত্ব শুরু হবে তার। তাকে নিয়ে ক্রিকেটাররা নিয়মিতই প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার তাসকিন বলেছেন, ‘আমি রোমাঞ্চিত যে আমাদের সেই আগের হাতুরুসিংহে আসছেন। সে যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ।

আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে একটু পরিণত খেলোয়াড়। দলের অবস্থান আরও ভালো। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছিলেন। পরিকল্পনা ভাগাভাগি করেছিলেন। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি পেসাররাও ভালো খেলবে ইনশাআল্লাহ।’ ইংল্যান্ডের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল। আর দ্বিপক্ষীয় কোনো টি২০ সিরিজই খেলা হয়নি। উভয় ফরম্যাটে বর্তমান বিশ^ চ্যাম্পিয়ন হিসেবে অত্যন্ত শক্তিশালী ইংলিশরা।

প্রতিপক্ষদের নিয়ে তাসকিন বলেন, ‘নিশ্চিতভাবেই সহজ হবে না। সব সংস্করণেই ওরা বড় দল, শক্তিশালী দল। এটাও বিশ্বাস আছে ঘরের মাটিতে আমরাও অন্যতম শক্তিশালী দল। লড়াই হবে ইনশাআল্লাহ এবং আমরা সেরাটাই দেবো। আপনি সবমিলিয়ে চিন্তা করলে ওরা আমাদের থেকে এগিয়ে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘরের মাটিতে যেহেতু খেলা, আশা তো করতেই পারি সিরিজ জয়ের।’
ইংল্যান্ডের বিপক্ষে সেরা উইকেটগুলো নিতে চান তাসকিন। বাংলাদেশ দলের জয় দেখতে চান এবং সেই জয়ে রাখতে চান অবদান। তিনি বলেছেন, ‘অবশ্যই চাইব যে ওদের সব সেরা ব্যাটারদের উইকেট পেতে। আসল জিনিসটা হলো যদি জিততে পারি আর জয়ের পেছনে আমার অবদান থাকে এটাই সবচেয়ে বড় পাওয়া।’

সংবাদটি শেয়ার করুন