চাকরি প্রত্যাশীর সঙ্গে
ইবি উপাচার্যের ফোনালাপ ফাঁস


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের পাঁচটি ফোনালাপের অডিও ক্লিপ ফাঁস হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার ‘ফারাহ জেবিন’ নামে একটি ফেসবুক আইডি থেকে তিনটি এবং ‘মিসেস সালাম’ নামে আরেক আইডি থেকে দুটি ক্লিপ ফাঁস হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো ভাইরাল হয়েছে। তবে এসব অডিও ক্লিপে এক প্রান্তের কথা শোনা গেলেও অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠ শোনা যায়নি।
এসব অডিওতে একজন চাকরি প্রত্যাশীর সঙ্গে নিয়োগ বোর্ড, প্রশ্নপত্র ফাঁস, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন সংক্রান্ত কথা বলতে শোনা যায় উপাচার্যকে।
এ ঘটনায় শনিবার উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের ডে-লেবার ও সাবেক ছাত্রলীগ নেতারা। এ সময় তারা তার অপসারণও দাবি করেন। এ
ছাড়া অডিও ফাঁসে শিক্ষক সমাজের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। এদিকে ইবি থানায় উপাচার্যের নির্দেশে জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে উপাচার্য ড. শেখ আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, অডিওর শব্দগুলো আমার, তবে কনটেক্সটগুলো ফেইক। রুচিহীন মানুষের দ্বারা এসব কাজ সম্ভব। এটা উদ্দেশ্যপ্রণোদিত কাজ। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবে।
ফাঁস হওয়া প্রথম তিনটি ক্লিপের একটিতে ‘অলী’ নামের একজন ব্যক্তিকে সম্বোধন করে উপাচার্যকে কথা বলতে শোনা যায়। ধারণা করা হচ্ছে-তিনি অলীউর রহমান অলী। তিনটি অডিওতে উপাচার্য অলী নামের ওই ব্যক্তিকে পূর্ব নির্ধারিত নিয়োগ বোর্ড স্থগিত হওয়ার কারণ ব্যাখ্যা করেন এবং পরবর্তী নিয়োগ বোর্ড আয়োজন করে তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন।
একইসঙ্গে ওই বোর্ড আয়োজনে তার করণীয় ও প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেন। তাকে বলা হয়, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ৩০ দিনের মধ্যে বোর্ড আয়োজন করা হবে। বোর্ড সম্পন্ন করতে টাকার বিনিময়ে অন্তত তিনজন প্রার্থী রেডি রাখার নির্দেশনা দেওয়া হয়। প্রার্থীকে শিক্ষক নিয়োগ বোর্ডের প্রশ্ন সরবরাহ ও কিভাবে লিখতে হবে সে বিষয়ে পরামর্শও দেওয়া হয় এসব অডিওতে। এছাড়া ট্রেজারারের সঙ্গে এ বিষয়ে পরামর্শ ও তার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়।
৬ মিনিট ১২ সেকেন্ডের প্রথম অডিওর শেষাংশে বলা হয়েছে ‘আচ্ছা আপনি সব দিয়ে রেডি থাকেন। যেদিন সব দিয়ে দিবেন তার ঠিক একুশ দিনের মাথায় সবকিছু গোছায় দিব।’
দ্বিতীয় পর্বের ১ মিনিট ৪৯ সেকেন্ডের অডিওতে অপর প্রান্তের ব্যক্তিকে কোন কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, কিভাবে কোন প্রশ্নের উত্তর দিতে হবে, কতটুকু কোন বিষয়ে লিখতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
২ মিনিট ১৯ সেকেন্ডের তৃতীয় ক্লিপে পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসবে সেই সোর্স এবং উত্তর ইংরেজিতে লেখার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ট্রেজারারের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাকে বুঝায়ে বলার পরামর্শ দেওয়া হয়েছে।
ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় শুক্রবার রাতে ইবি থানায় ভিসির নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। এ বিষয়ে এইচএম আলী হাসান বলেন, উপাচার্য স্যার আমাকে জিডি করতে বলেছেন, তাই ইবি থানায় জিডি করেছি। অডিও পোস্টদাতার অ্যাকাউন্টটি আইডেন্টিফাই করতে জিডি করা হয়েছে। অডিও কার এটা তো আমি জানি না, এটা প্রশাসন বের করবে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নূর জায়েদ বিপ্লব বলেন, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জিডি করেছেন। সেখানে একটি আইডি থেকে ভিসির ‘কণ্ঠ সদৃশ’ অডিও ফাঁস হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
শনিবার উপাচার্য কার্যালয়ে তালা দিয়ে তার অপসারণ চেয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ করে অস্থায়ী চাকরিজীবী পরিষদ। তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় তারা ‘দুর্নীতিবাজ উপাচার্যের’ অপসারণ দাবি করেন। অপসারণ না হলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা।