কুষ্টিয়া জেলা বেসরকারি ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়ার চলমান কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন অত্র ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক ইমরান হোসেন।২৮ফেব্রুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া শহরের বড়বাজারস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের শ্রমিক বান্ধব সভাপতি সাংবাদিক তৌফিক তপন, সহ-সভাপতি কাঞ্চন কু্মারসাহা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ফারুক, কোষাধ্যক্ষ শাহীন উদ্দিন শেখ, প্রচার সম্পাদক অনিল কুমার নন্দী, ক্রীড়া সম্পাদক হাসান আলী প্রমুখ।
বক্তারা কম্বল বিতরণে কুষ্টিয়ার সুযোগ্য জেলাপ্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বল্প পরিসরে হলেও কয়েকটি সরকারি কম্বল দরিদ্র মানুষের মানুষের মাঝে বিতরণ করা সম্ভব হয়েছে, আগামী শীতে আরও বেশী কম্বল পেতে পারে এব্যাপারে জেলাপ্রশাসক মহোদয়ের প্রতি অনুরোধ জানান,
অনুষ্ঠান শেষে জেলাত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান এর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্যে কামনা করেন