কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে ৫ এপ্রিল বেলা সাড়ে ১২টার সময় কুমারখালী পৌরসভার সেরকান্দী (৬নং ওয়ার্ড) গোহাট সংলগ্ন কালা নামক ব্যাক্তির ঘড়ে কুষ্টিয়াতে একাধিক মামলার আসামী গাঁজা ও ইয়াবা সম্রাজ্ঞী উল্কা সুন্দরী আটক করে কুমারখালী থানার পুলিশ ।
উল্কা সদকী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড খয়েরচারা মাঠপাড়ার কুদ্দুসের কন্যা। গোপন সূত্রে সংবাদ পেয়ে কুমারখালী পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো মুঠোফোনে কুমারখালী পৌর ক্যাম্পে ফাঁড়ির এস আই কামালকে সংবাদ দিলে তিনি কুমারখালী থানা পুলিশ নিয়ে উল্কাকে আটক করে।
পরবর্তীতে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সহ জব্দ করেন ও উল্কাকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন।কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান মাদকদ্রব্য আইনে ৬ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন