কুষ্টিয়ায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :  নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত :২২ আগস্ট ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 149 বার
কুষ্টিয়ায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা

দেশের ইলেকট্রিক পণ্যের জগতে এমইপি পণ্য গ্রাহক চাহিদা পূরণে গুণগতমান বজায় রেখে এগিয়ে যাচ্ছে  আপনাদের সহযোগীতায়।কুষ্টিয়ায় ইলেকট্রিকে কর্মরত ইলেকট্রিশিয়ান সদস্যদের আন্তরিকতায় এমইপি পণ্য  আজ সকল গ্রাহকের কাছে উন্নতমানের পণ্য  হিসেবে  গ্রহণ যোগ্যতা লাভ করেছে।

এ সফলতা  ধরে রাখতে  এমইপি গ্রুপ আপনাদের পাশে আছে এবং থাকবে।এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের সাথে  মতবিনিময়ে প্রধান অতিথি ডিভিশন সেলস্ ম্যানেজার  যশোর  মাহমুদ হোসেন  উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ইলেকট্রিশিয়ান সদস্যদের সহযোগীতা চান এবং   আগামীদিনে গ্রাহক সেবা নিশ্চিতে সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিবেশক  আল-কিয়াম এন্টারপ্রাইজ বড়বাজার কুষ্টিয়ার  সৌজন্যে হরিপুর বোয়ালদহ বেঙ্গল কমিউনিটি সেন্টারে মঙ্গলবার সকাল ১০টায় মতবিনিময় সভাো ফিল্ড অফিসার রাজু আহমেদ’র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয়। এরপর ফুল দিয়ে ইলেকট্রিশিয়ান সদস্যদের বরণ করে নেওয়া হয়।

ট্যারিটরি সেলস্ ম্যানেজার   মিজানুর রহমানের  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বে-সরকারি ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক বান্ধব সাংবাদিক তৌফিক তপন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ফারুক, মার্কেটিং অফিসার মোঃ জান মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন