কুষ্টিয়ায় এম.ই.পি ঢাকা কোম্পানীর প্রতিনিধির সাথে কুষ্টিয়া সদর উপজেলায় ইলেকট্রিকে কর্মরত ইলেকট্রিশিয়ান সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় শহরের খেঁয়া রেষ্টুরেন্টে এম.ই.পি পরিবেশক আল-কিয়াম এন্টারপ্রাইজের সজীব মেহতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম.ই.পি গ্রুপ(ঢাকা)’র সেলস্ ম্যানেজার মো: মাসুদ রানা ।
বিশেষ অতিথি এম.ই.পি গ্রুপের ডিভিশনাল সেলস্ ম্যানেজার মাহামুদ হোসেন, কুষ্টিয়া জেলা বে-সরকারি ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের শ্রমিক বান্ধব সভাপতি সাংবাদিক এ.এন.এম. তৌফিক তপন,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ফারুকসহ কুষ্টিয়া সদর উপজেলায় ইলেকট্রিকে কর্মরত প্রায়শ: ৮০জন ইলেকট্রিশিয়ান সদস্যবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি মাসুদ রানা এম.ই.পি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের মহাদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এম.ই.পি গ্রুপের বিভিন্ন ধরণের উৎপাদিত ইলেকট্রিক পণ্যের গুণগতমান নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি গ্রাহক সেবায় কুষ্টিয়া জেলায় কর্মরত ইলেকট্রিশিয়ান সদস্যদের সহযোগীতা এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন আল-আমিন।