১৯৪৭ সালের পূর্বে যে সমস্ত ব্রিটিশ সৈনিক সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন বা যুদ্ধ করতে যেয়ে নিহত হয়েছেন
সেই সমস্ত প্রাক্তণ ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্য/ বিধবা স্ত্রী’দের মধ্যে রয়েল কমন ওয়েল্থ এক্স সার্ভিস লীগ (আর.সি.ই.এল) ’র সহযোগীতায় ২৫নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের হানিফ নগরস্থ জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কুষ্টিয়ার মিলনায়তনে সচিব লেঃ কমাঃ(অবঃ) এস.এম. সাহিদুল করিম উপস্থিত থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২জন বিধবা স্ত্রী যেমন ১৯২৮সালে কর্মরত মৃত আবেদ আলীর স্ত্রী মোছাঃ ফাতিমা জোহরা খাতুন ও ১৯৪৭ সালে কর্মরত মৃত আলী মোহাম্মদ’র স্ত্রী মোছাঃ নূর জাহান বেগম শারিরীক অসুস্থতার কারণে তাঁর সন্তান এ্যাড. মুহাম্মদ আবু আজম আর্থিক অনুদান গ্রহণ করেন।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর (অবঃ) কর্মকর্তা শেখ মোহাম্মদ সেলিম, তদন্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, অফিস সহকারী আবু সাঈদ প্রমুখ।
সচিব লেঃ কমাঃ(অবঃ) এস.এম. সাহিদুল করিম বলেন, কুষ্টিয়া জেলায় বসবাসরত যে সমস্ত প্রাক্তণ ব্রিটিশ সৈনিকের পরিবার রয়েছে, আর্থিক অনুদান আসা মাত্রই আমরা যথাসময়ে সেই অনুদানকৃত অর্থ বিধবা স্ত্রী বা তাদের পরিবার প্রতিনিধির নিকট প্রদান করে থাকি।
এবার কুষ্টিয়া জেলায় ব্রিটিশ সৈনিকের ২জন বিধবা স্ত্রী পেয়েছেন।