কুষ্টিয়ায় দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যপি কর্মশালার উদ্ধোধন করলেন : মি: ওয়েন ডেনকেন কালভার্ট
কুষ্টিয়ায় ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের আয়োজনে সিমিট কর্তৃক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ১০ দিনব্যপি কর্মশালার উদ্ধোধন করলেন প্রধান অতিথি নিউজিল্যান্ড প্রবাসী চিফ অফ পার্টি সিমিট বিডি(CIMMYT-BD) সিএসআইএসএ মিয়া (CSISA-MEA)প্রজেক্ট মি: ওয়েন ডেনকেন কালভার্ট (Mr.Owen Dancan Calvart)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিমিট বিডির কর্মকর্তাবৃন্দ। এছাড়াও
প্রধান অতিথির সফরসঙ্গী ছিলেন সিমিট বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ জাকারিয়া হাসান। প্রধান অতিথি বলেন কারিগরি সহায়তা, ব্যবসার লিং তৈরি এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো।আপনারা গুরুত্বসহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন প্রত্যাশা আমাদের ।
সার্বিক ব্যবস্থাপনায় কুষ্টিয়া ইঞ্জিনিয়ারিং এর সত্বাধিকারি ও আহবায়ক ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর এস.এম নুরুন্নবী ।