নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধিন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি(বাইশিমাস) কুষ্টিয়া জেলার শাখার যৌথ উদ্যোগে ৫দিন ব্যাপি দক্ষ মানব শক্তি উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বাইশিমাস সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে শহরের চিলিস ফুড পার্কে ১১মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি বাইশিমাস কেন্দ্রীয় কমিটি ঢাকার সভাপতি আব্দুর রাজ্জাক মজিব শতবর্ষ এবং ঐতিহাসিক ৭মার্চ এর দিনটিকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে কর্মশালায় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে ৫দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন ঘোষণা করেছিলেন আজ ১১মার্চ বৃহস্পতিবার সমাপনী দিনে কর্মশালায় প্রশিক্ষণরত প্রতিটি সদস্যবৃন্দকে সনদপত্র প্রদান করা হয়। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বাইশিমাস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ইউনুস খাঁন, মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক এস. এম. নূরুন্নবী, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ রহমত আলী, প্রচার সচিব আল-হেলাল, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মধু, আল-আমিন রিপন, আব্দুল মান্নান বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।