কুষ্টিয়ায় ব্র্যাক আয়োজিত জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী ব্র্যাকের জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাস-এর সভাপতিত্বে ৮নভেম্বর’২১ সকাল ১০টায় লাভলী ট্ওায়ারের সেতু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরে সফুরা ফেরদৌস।
কাজী শাহানা আকতারের মুল উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক কুষ্টিয়ার মোঃ সেরাজুল ইসলাম ও জামান এছাড়াও কর্মসূচী আগত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, শামছুল ইসলাম, সিরাজুল ইসলাম, বিনয় কুমার দত্ত, ফাউন্ডেশন আয়েশা আবেদ ।
সার্বিক সঞ্চালনায় এস.এম. সরোয়ার হোসাইন। বক্তারা জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর সুফল নিয়ে উন্মুক্ত আলোচনায় বলেন,
জেন্ডার সমতা বাস্তবায়নে সকলের অংশগ্রহণে সফলতা একদিন আসবে।
এব্যাপারে, ব্র্যাকের ভিতর জেন্ডার সমতা চর্চায় দক্ষতা উন্নয়ন এবং নীতিমালা প্রণয়ন প্রয়োজন।
ব্র্যাক, জেন্ডার সমতা বিষয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৩টি বিয়য়ে বেশী গুরুত্ব দিয়েছেন তা অন্তর্ভক্তিমুলক প্রবৃদ্ধি, জেন্ডার সমতা এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তৈরী করা। সবশেষে প্রতিটি কর্মক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্য না করে নারীদের মূল্যায়ন করতে হবে।