কুষ্টিয়ায় ৪দিন ব্যাপি আঞ্চলিক ইঞ্জিনিয়ারিং লাইটিং পণ্য ও প্রযুক্তি মেলা’২০২৪’র উদ্বোধন

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :  নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত :২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 237 বার
কুষ্টিয়ায় ৪দিন ব্যাপি আঞ্চলিক ইঞ্জিনিয়ারিং লাইটিং পণ্য ও প্রযুক্তি মেলা’২০২৪’র উদ্বোধন

কুষ্টিয়ায় লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল , বানিজ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি-এ যৌথ উদ্যোগে

এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায়

জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৪দিন  ব্যাপি   (২৪ থেকে ২৭ ফেব্রæযারি’24 , শনি ,রবি,সোম ও মঙ্গলবার )    আজ  বেলা ১১টায় অত্র সমিতির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ৪দিন ব্যাপি আঞ্চলিক লাইটিং পণ্য ও প্রযুক্তি মেলা’২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কুষ্টিয়া সদর কুষ্টিয়ার পার্থ প্রতীম শীল ।

বিশেষ অতিথি রেনউইক যজ্ঞেশ^র বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: মাহমুদুল হক, বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: আশানুজ্জামান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক আবু হোসেন খোকন, এল ইপিবিপিসি বানিজ্যে মন্ত্রনালয়ের নির্বাহী কর্মকর্তা এস.এম আনোয়ার হোসেন, কুষ্টিয়া প্রেসক্লার কেপিসির সাবেক নির্বাহী সদস্য বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন কুষ্টিয়া সাধারণ সম্পাদক এ এন এম তৌফিক তপন, প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটি বিইআইওয়া এন্ড সিপ প্রজেক্ট সদস্য আনোয়ারুল হক আনসারি প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম নুরুন্নবী।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প  গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। এব্যাপারে সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে।

সার্বিক সঞ্চালনায় ছিলেন ইমারত হোসেন মিনু ।

সংবাদটি শেয়ার করুন