মাদকের সাথে যারা জড়িত রয়েছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। জননেতা মাহবুব উল আলম হানিফ গত ২৪ অক্টোবর বলেছেন কুষ্টিয়া জেলায় মাদক বিক্রেতা অথবা মাদক সংশ্লিষ্ট কোন ব্যক্তি ধরা পড়ে আর কেউ সুপারিশ করে তাকেও আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশয় দেই না এবং দেবে না ।তিনি মাদক মুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। আসুন, মাদক প্রতিরোধ করতে আমাদের সামাজিক বন্ধন সৃষ্টি করতে হবে। গোয়েন্দা নজরদারী কোর্টপাড়ায় রয়েছে, মাদক যুবসমাজ ধংব্শ করে, সমাজে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছে এর থেকে যুবকদের বেরিয়ে আসতে হবে। লেখাপড়াখেলাধুলয় মনোনিবেশ হবে, কোর্টপাড়ার ঐতিহ্য আমাদের কেই ফিরিয়ে আনতে হবে। আমার সহযোগীতা অব্যাহত থাকবে। ২৭অক্টোবর মঙ্গলবার বিকালে কুষ্টিয়া কোর্টপাড়ায় মাদক বিরোধী সুধী সমাবেশে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আমি এপাড়ারই ছেলে, কোর্ট পাড়ায় বিভিন্ন সমস্যা রয়েছে পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে আলোচনা শেষে আয়োজকদের ধন্যবাদ জানান। সেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুজ্জামান লাবু’র উপস্থাপনায় বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ নেওয়াজ আনসারী মঞ্জুর সভাপতিত্বে সুধীসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসাযী ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক ফকরুল ইসলাম মামুন, জেলা জাতীয় পাটির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু, এ্যাড: আনসার উদ্দিন, মোস্তফা শওকত জামিল বুলবুল, “কুষ্টিয়া অনুসন্ধান” সম্পাদক সাংবাদিক তৌফিক তপন, এ্যাড: সাইফুর রহমান সুমন, ডিউক, খাজাবাবু প্রমুখ।