কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক ২০২৩-২৫ নির্বাচনের তফসিল ঘোষণা


কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন -২০২৩-২০২৫ এর তফসিল ঘোষণা করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার ও দ্বি-বার্ষিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম।
৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র কাঙাল হরিনাথ মিলনায়তনে তফসিল ঘোষণা করা হয়। এসময় কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি’র সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ -সভাপতি আফরোজা আক্তার ডিউ
কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি মীর আল-আরেফীন বাবু,অধ্যাপক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য ফিরোজ কায়সার, তৌফিক তপন, সোহাগ হোসেন, জান্নাতুল ফেরদৌস,
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো চাঁদ আলী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি মিলন উল্লাহ,আরটিভি জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল সহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সর্বস্তরের সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক ২০২৩-২৫ নির্বাচনে নির্বাহী পরিষদ ২৩জনের পদ সভাপতি-১, সহ-সভাপতি-৩, সাধারণ সম্পাদক-১, যুগ্ম সাধারণ সম্পাদক-৩, সাংগঠনিক-১, কোষাধ্যক্ষ-১, দপ্তর সম্পাদক-১, প্রচার প্রকাশনা-১, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-১, তথ্য ও গবেষণা-১, ধর্মীয় সম্পাদক-১ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক-১, নির্বাহী সদস্য-৭জন নির্বাহী কমিটি গঠন হবে।
মনোনয়ন পত্র বিতরণের তারিখ ০৬ সেপ্টেম্বর-২০২৩ বুধবার জেলা তথ্য অফিসে সকাল ১০টা হতে বিকাল ৫টা ।
মনোনয়ন পত্র দাখিল ৭সেপ্টেম্বর’২৩ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা।
২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্য ন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তফসিল ঘোষণা এবং দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।