১৬ জানুয়ারী’২১ ভেড়ামারা পৌরসভা নির্বাচন। নির্বাচনে ৭,৮,৯নং ওয়ার্ডবাসীর আস্থা ও ভালোবাসার বন্ধনের আবদ্ধ ও অদ্বিতীয়, পৌরসভায় ব্যাপক আলোচিত, জনপ্রিয় ও সফল সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমা আপা খ্যাত “রুমা খান।
নারী উন্নয়নসহ সকল কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন’র নিকট পৌর ৭,৮,৯নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত জনপ্রিয় সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর রুমা খাঁন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ইতিমধ্যে ভোটারদেরসহ সকলের কাছে আস্থা, বিশ্বাস অর্জন সহ প্রিয় জনপ্রতিনিধি হিসাবে জনতার অন্তরে স্থান করে নিয়েছেন। সম্ভাব্য জয়ী সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলদের তালিকায় “জননন্দিনী রুমা খাঁন’র” নাম অন্যতম! এবারের পৌর নির্বাচনে
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।