কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুরের (তালবাড়িয়া হাইস্কুল মোড় সংলগ্ন) দরিদ্র ভ্যান চালক মাসুদের একমাত্র বসতবাড়ি চোখের সামনে আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।
ঘটনার বিবরণে জানা যায়, তখন রাত সাড়ে ১০টা। বড় ভাই রাজ্জাকের গরু-ছাগলের গোয়াল ঘরের পাশে মাসুদের বসতবাড়ী।
গোয়ালে প্রতিদিনের ন্যায় আজও ছিল মশার গ্লোব। সেই গ্লোব থেকে আগুনের উৎপত্তি, এরপর বিদ্যুতের সর্টসার্কিট সবমিলিয়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে।
দরিদ্র পরিবারে তখন সব শেষ। যত্রতত্র পানি আর আশেপাশের মানুষের সহযোগীতায় আগুন নিভানো সম্ভব হ’লেও ততক্ষণে পুড়ে সব ছাই। গরু ছাগল বাঁচানো সম্ভব হয়নি আগুনে পুড়ে শেষ।
উভয় পরিবার খেটে খাওয়া মানুষ, এক কথায় দিন আনে, দিন খায়।
আয়ের একমাত্র সম্বল পাখি ভ্যান সেটিও ক্ষতিগ্রস্থ, কেমনভাবে চলবে তাদের পরিবার। প্রায় ২লক্ষের মত টাকার ক্ষতি। গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ভ্যান কিনেছিল মাসুদ।
কিভাবে ঋণের টাকা পরিশোধ হবে। এলাকাবাসীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন পাশাপাশি মানবিক সাহায্যসহ জেলা প্রশাসকের আশু সহযোগীতা কামনা করেছে দরিদ্র পরিবার।
মাসুদ অশ্রæসজল নয়নে হতবাক !