কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ছোট গোপগ্রাম ও ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতির জলমহালে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। খোকসার গোপগ্রাম ইউনিয়নের জলমহালে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দিয়েছে মৎস্যচাষীরা। সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস জানান, ২৫ তারিখ রোববার সকাল থেকে মাছ মরতে শুরু করেছে। বুধবার পর্যন্ত প্রতিদিন রুই, কাতল, মৃগেল, গজার ও শৈলসহ সমস্ত মাছ মরে ভাসছে।
২০ একর জলমহাল সরকারী ভাবে এবছর ২১ লাখ টাকায় ১ বছরের জন্য বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করেছেন তারা। বিষক্রিয়ায় ২০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে তিনি দাবি করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের জলমহাল পরিদর্শন করা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।