গুলশানে আগুন: মারা যাওয়া যুবকের পরিচয় মিলেছে

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :২১ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৬ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 387 বার
গুলশানে আগুন: মারা যাওয়া যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর গুলশানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দিদারুল্লা গ্রামে।

নিহত আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনোয়ারের মরদেহ শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, আগুন লাগার পর আমার ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি।

এ ঘটনায় বিসিবির পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমানও আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন