দুই জাহাজে ৬১০ পর্যটক সেন্টমার্টিনে যাত্রা


দীর্ঘ সাড়ে নয় মাস বন্ধ থাকার পর ৬১০ জন যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন গেলো পর্যটকবাহী জাহাজ এমভি পারিজাত ও এমভি রাজহংস।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ দুটি ছেড়ে যায়।
ভোর থেকে টেকনাফ দমদমিয়া জেটি ঘাটে টিকেটের জন্য ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা। ভ্রমণে আসা গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, প্রথমবার এসেছি, খুবই আনন্দ লাগছে। প্রত্যাশা থাকবে যেন সফলভাবে ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারি।
জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, পর্যটকদের পরিবেশ সুরক্ষা সচেতনতা নিশ্চিত করা হয়েছে। পর্যটকদের শতভাগ আনন্দিত করায় আমাদের মূল লক্ষ্য প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল।
মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যতা সঙ্কটেরর কারণে ২০২২ সালের ৩০ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়।