পাকিস্তানকে শোধ করতে হবে ২২ বিলিয়ন ডলার


বিপুল পরিমাণ বিদেশি ঋণের ভারে খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়া পাকিস্তান জানিয়েছে, ‘খেলাপি’ তকমা এড়াতে আগামী এক বছরে সুদে-আসলে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার তাদের পরিশোধ করতে হবে।
ডলার সংকটে থাকা দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেলে, তার পর বিদেশি ঋণ পুনর্গঠনে দাতাদের সঙ্গে আলোচনা শুরুর আশা করছে। তবে সামনের বছরগুলোতে যে ঋণ পাওয়ার আশা করছে পাকিস্তান, তার তুলনায় এখনকার ঋণের দায়ই বেশি।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্যের বরাতে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আগামী এক বছরে ২ হাজার ১৯৫ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে পাকিস্তানকে। এর মধ্যে ১ হাজার ৯৩৪ কোটি ডলার আসল এবং বাকি ২৬০ কোটি ডলার পরিশোধ করবে ঋণের সুদ হিসেবে। খবর এএফপির।