মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে দেশের জেলা গুলোতে ৬৬হাজার১শত ৮৯পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদান কর্ম সূচীর উদ্বোধন করেন। ২৩জানুয়ারী শনিবার সকাল১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচিতে কুষ্টিয়া জেলার ১৫৬ টি বাড়ির চাবী ও দলিল ভূমিহীন ও গৃহহীনদের মাঝে তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস চেয়ারম্যান কাশেম জোয়ার্দ্দার, উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জজামান ডাবলু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন,
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন উল্লাহ,কুষ্টিয়া অনুসন্ধান সম্পাদক ও ফটো জার্নালিস্ট সাধারন সম্পাদক তৌফিক তপন, আমলা প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন হালদার, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি শরীফুল ইসলাম, দৌলতপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।