বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মেহেদী নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানব সেবায় সব সময় কাজ করে আসছে,তারা তাদের ভলান্টিয়ারদের জন্য সব সময় ভিন্ন উদ্যাগ নিয়েছে যাতে এই দেশের সেচ্ছাসেবক গণ তারা আত্মমানবতার সেবাই এগিয়ে আসে নিঃস্বার্থে। কারন যারা সেচ্ছাসেবী তাদের যে মর্যাদা সেটা কখনও পরিশোধ করার মতো কারও স্বার্থ নেই। কিন্তু তাদের কাজকে স্বীকৃতি প্রদান বা সহনীয় করে রাখতে সবাই চাই,সে কারণে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট- এর উদ্যোগে শ্রেষ্ট স্বেচ্ছাসেবক নির্বাচিত ৬৯ জন স্বেচ্ছাসেবকবৃন্দদের মাঝে ২৮ ডিসেম্বর সোমবার’২০ ঢাকা হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের মিলনায়তনে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মেডেল এবং সনদ পত্র দেওয়া হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার এর মাননীয় মন্ত্রী দুর্যোগ ত্রান ও পূনর্বাসন এনামুল রহমান ।
সভাপতিত্বে করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান । এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষাসচিব,এবং বোর্ড মেম্বারগণ ।
উপ যুব প্রধানের ০১ মো: মেহেদী হাসান জয়ের এ-ই প্রাপ্তিতে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আর একটি প্রাপ্তি যুক্ত হল সারা বাংলাদেশের মধ্যে। তার এ-ই প্রাপ্তিতে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ও আজীবন সদস্য গান অভিনন্দন জানিয়েছেন মুঠো ফোনে। বিশেষ করে ইউনিট লেভেল অফিসার সহ যাদের ভালোবাসায় আজ এ-ই প্রাপ্তি যবু প্রধান সহ ইউনিটের প্রতিটা সদস্য আজ গর্বিত জয়ের এ অর্জনে।
নতুনদের উদ্দেশে শ্রেষ্ট সেচ্ছাসেবক জয় বলেন, যে পাওয়ার জন্য নেয় ত্যাগের জন্য এসো তাহলে যে পাওয়ার তাকে খুজে নিবে। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিট এ আসার আগে কুষ্টিয়া জিলা স্কুলের যুব রেড ক্রিসেন্ট এর দলনেতা ছিলেন। তার ধৈয্য ও ভালোবাসা তাকে আজ এ সফলতা অর্জন করতে সাহায্য করেছে বলে তিনি জানান।