কলকাতায় গাড়ি থেকে

বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :৯ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২১ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 38 বার
বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার

কলকাতায় গড়িয়াহাট মোড়ে একটি গাড়ি থাকা ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্য আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গাড়ি থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে মোট ১ কোটি টাকা। এই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গড়িয়াহাট মোড়ে গাড়ি থেকে উদ্ধার করা হল নগদ ১ কোটি টাকা। ২ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। তাদের গড়িয়াহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

টাকা উদ্ধারের ঘটনায় গাড়ি চালক দুলাল মণ্ডল এবং মুকেশ সারস্বতকে আটক করা হয়েছে। দুলাল বেলিগাছিয়া এলাকার বাসিন্গা। মুকেশের বাড়ি রাজস্থানে। কোথায় এই নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে বুধবার ( ৮ ফেব্রুয়ারি) কলকাতায় বালিগঞ্জ থেকে কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে বালিগঞ্জে এক বেসরকারি দপ্তরে রাতভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতিতে মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলিঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা উদ্ধার করা হয়। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে পাওয়া যায় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।

সংবাদটি শেয়ার করুন