শিবিরের ২৫ নেতাকর্মী কারাগারে

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২২ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 48 বার
শিবিরের ২৫ নেতাকর্মী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার অভিভাবক সমাবেশ থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১০টার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।

এ সময় ২৫ জনকে আটক করা হয়। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। নাশকতা মামলায় রোববার সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন