বৈদ্যুতিক শিল্প জগতে বিআরবি কেবল তার গুণগতমান বজায় রাখা আর ক্রেতা সাধারণের সন্তষ্টি অর্জনে নিত্য নতুন পণ্যে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব লাঘব করে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্ব পূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে,
আপনারা জানেন, প্রতিযোগীতার বাজারে বিআরবি কেবলস ক্রেতাদের নিকট নিরাপদ বৈদ্যুতিক প্রবাহ নিশ্চিত করছে উল্লেখ করে বিআরবি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান কুষ্টিয়াসহ দেশের প্রতিটি জেলার বৈদ্যুতিক ব্যবসায়িদের প্রতি সহযোগীতার অনুরোধ জানান।
তিনি বিআরবি’র উৎপাদিত পণ্যের সেবার মানের ক্ষেত্রে আপোষহীন মনোভাব নিয়ে এগিয়ে চলার ৪৪তম বছরে পর্দাপন মন্তব্য করে কুষ্টিয়ায় অনুষ্ঠিত ২০১৯-২০২০অর্থবছর এবং ২০২১-২০২২অর্থ বছরে ৬নভেম্বর সকাল ১০টায় কুষ্টিয়া পৌর অডিটরিয়ামে বৈদ্যুতিক ব্যবসায়ি সমাবেশে আগত ব্যবসায়িদের উদ্দেশে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি ব্যবসায়িদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূর্বে যেভাবে আমাদের সহযোগীতা করে এসেছেন আগামীতেও সহযোগীতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি হাজী রবিউল ইসলাম,
সিনিয়র পরিচালক ও কুষ্টিয়া ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক মোঃ নিহারুল ইসলাম নেন্টু,
বিআরবি’র কর্মকর্তা মার্কেটিং এন্ড সেলস ডিজিএম মোঃ নূরুল করিম , মার্কেটিং এন্ড সেলস ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম রনি ও মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার মিজানুর রহমান ।
এছাড়াও উনমুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিসমিল্লাহ ইলেকট্রিকের সুজন আহমেদ, মাসুদ এন্টারপ্রাইজের তৌফিক তপন, শরিফুল ইসলাম প্রমুখ ব্যবসায়িবৃন্দ । সঞ্চালনায় ছিলেন বিআরবি কর্মকর্তা চমক। ব্যবসায়িদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।