সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি রোটারিয়ান আব্দুস সোবহানসহ নেতৃবৃন্দ।
সভাপতির নেতৃত্বে আজ ১৯ অক্টোবর বুধবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎমত বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
প্রাণবন্ত আলোচনায় মানবাধিকার বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময়ে পুলিশ সুপার, সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন , বর্তমান সরকার, উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে,আপনারা আগামীদিনে দেশের সকল উন্নয়নে পাশে থাকবেন প্রত্যাশা করি।
সাতক্ষীরার আইনশৃংখলা রক্ষায় আমরা দিনরাত কাজ করে চলেছি। সাতক্ষীরা জেলার আধুনিকায়ন করার লক্ষে সকল শ্রেণীপেশার মানুষ সহযোগীতা দিয়ে যাচ্ছে ,আপনারাও দেবেন । আপনাদের সবার মঙ্গলকামনা করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান মো নুরুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক মো আব্দুল আলীম, অর্থ সম্পাদক কবি রুহুল আমিন ময়না, সমাজকল্যণ সম্পাদক কাজী মনোয়ারুল হক প্রমুখ নেতৃবৃন্দ ।