সাভারে গ্যাসের দোকানে অগ্নিকান্ড


সাভারে একটি গ্যাসের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শনিবার বিকেলে পৌর এলাকার নামাবাজারে জনতা হল গোল্ড মার্কেটের দুতলায় অমূল্য সরকারের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, দোকানটিতে গ্যাস সিলিন্ডার থেকে ছোট বোতলে গ্যাস রিফিল করা হয়। এদিন বিকেল পাঁচটারদিকে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সাভার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজ বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে পরে জানানো হবে।