হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শ্যালক-দুলাভাই গ্রেপ্তার
ই-মেইল হ্যাক করে জার্মান প্রতিষ্ঠান ‘কারকন কার্গো লিমিটেডে’র কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার চাঁদপুর থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিট। ডিবি জানায়, জার্মানি প্রতিষ্ঠান ছাড়াও প্রতারক চক্রটি ডার্ক ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন দেশের ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের মাধ্যমেও প্রতারণা করে আসছিল।
গ্রেপ্তার দুইজন হলেন- মোহাম্মদ শহীদুজ্জামান ওরফে রনি (৩৮) ও তার শ্যালক মাজহারুল ইসলাম ওরফে শাকিল (২৪)।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান আজাদ জানান, জার্মাান কোম্পানি কারকন কার্গো লিমিটেড বাংলাদেশ শাখার স্বত্বাধিকারী এম এ আহসানুল বারী নামে এক ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ শহীদুজ্জামান ডার্ক ওয়েবের মাধ্যমে আহসানুল বারীর ই-মেইলের তথ্য সংগ্রহ করেন। এই তথ্য দিয়ে তিনি জার্মানিতে অবস্থিত মূল কোম্পানির কাছে খরচ বাবদ ৪৮০০ ডলার চেয়ে মেইল করেন। মেইলে তিনি আগের ব্যাংক হিসাব নম্বর পরিবর্তন করে নিজের হিসাব নম্বর যুক্ত করেন। এরইমধ্যে এম এ আহসানুল বারী বিষয়টি বুঝতে পেরে জার্মান কোম্পানিতে যোগাযোগ করেন। পরে কোম্পানি লেনদেনটি স্থগিত করে দেয়।
তিনি বলেন, ডার্ক ওয়েব থেকে বিদেশিদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্যও সংগ্রহ করেন শহীদুজ্জামান। এসব তথ্য দিয়ে অনলাইনে বিভিন্ন দেশে আইফোনসহ নানা পণ্য অর্ডার করতেন। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এ ধরনের প্রতারণার মাধ্যমে ইতোমধ্যে অনেক পণ্য শিপমেন্ট করেছেন। কিছু পণ্য শিপমেন্টের অপেক্ষায় রয়েছে, যার বাজারমূল্য অন্তত ৫ লাখ টাকা।
ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার হওয়া শহীদুজ্জামানের পৈত্রিক বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়। তবে তার জন্ম ঢাকার তেজগাঁওয়ে। ২০০০ সালে এসএসসি পাসের পর একটি ঢেউটিন কোম্পানিতে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। পরবর্তীতে কম্পিউটার প্রশিক্ষণ নেন। এরপর অনলাইন এবং এলিফ্যান্ট রোডে পুরাতন কম্পিউটারের যন্ত্রাংশ কেনাবেচা শুরু করেন। এই ব্যবসা করার সময় হ্যাকারদের সঙ্গে পরিচয় হয় তার। তাদের কাছ থেকে হ্যাকিং সংক্রান্ত কাজ শেখেন। পরবর্তীতে শ্যালক শাকিলকে সঙ্গে নিয়ে প্রতারণায় জড়িয়ে পড়েন শহীদুজ্জামান।