সকাল নিয়ে কিছু কথা

অথর
মন   বাংলাদেশ
প্রকাশিত :২০ মার্চ ২০২৩, ৩:১৩ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে : 515 বার
সকাল নিয়ে কিছু কথা সকাল লইগো মনে

শিশির ভেজা দূর্বা ঘাসে,শিশির কণা বলছে হেঁসে,বিদায় নিয়েছে হিমেল রাত,জানাই তোমায় সুপ্রভাত। একটি নতুন সকাল তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে। যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো।
এমন একটা সকাল যেন হয়
যেথা রাত পোহালে, সব সুখেই নিরুদ্দেশ।
এমনি এক সকালের প্রত্যাশায়,
যখন সূর্যোদয়ে আসবে যেন খুশীর সন্দেশ।
অধরা এই সকাল খুঁজে ফিরি

যেদিন জীবন মানে শুধুই ভালোবাসি ,
এই সকাল আসবে কি কখনো
নেই হিংস্রতা,সব খুনির গলায় ফাঁসি।
আজও দেখিনি এমন সকাল
কাঁদেনি পৃথিবী,ঝরেনি অশ্রু ওই নয়নে
কে চায়না এমন দিন-
যার শুরুটা হবেনা কারো মহাপ্রায়ানে।

এই সকালের হয় যেন উদয়
যেদিন তুমি বন্ধু তোমরা বন্ধু কোন শত্রু নাই,
কোথায় এমন সকাল পাই খুঁজে
চায়ের সাথে জমল বুঝি আলাপ,কত আনন্দ যে ভাই।
আজও এমন সকালের সপ্ন দেখি
যেথা আহত পাখির নির্ভয় উড়াউড়ি,

সেই সকাল কেন হয়না এমন
স্বপ্নে হই নিমগ্ন,আর শুন্যে উড়াই স্বপ্নের ঘুড়ি।
ওই সুদূরে সেই সকাল দেখি আমি
যবে ফুটেছে রক্তজবা, অথচ ঝরেনি রক্ত,
সেই স্বপ্নীল সকালের প্রত্যাশায় বলি
পৃথিবী! আমি যে তোমার অন্ধভক্ত।

সংবাদটি শেয়ার করুন